ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও যুদ্ধ শুরুর বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পর উপত্যকাটির আশপাশে সেনা বাড়াতে শুরু করেছে দখলদার দেশটি। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে হামাস জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের জেরে এই প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু বাহিনী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে গাজা সীমান্তে ট্যাংকসহ ভারী সাঁজোয়া যান জড়ো করছে ইসরায়েল।
গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীন আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে চলতি সপ্তাহে অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস। এর ফলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর জেরে যুদ্ধের প্রস্তুতি নেয় নেতানিয়াহু বাহিনী। যুদ্ধ শুরুর পূর্ব পদক্ষেপ হিসেবে রিজার্ভ বাহিনী তলবের পর সীমান্তে বাড়ানো হচ্ছে ইসরায়েলি সেনা।
এদিকে হামাসের জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুাঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে।
গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এছাড়া গাজার ভবিষ্যতের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক পরিকল্পনাকেও আমরা স্বাগত জানাই।
নেতানিয়াহু আরও বলেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আমাদের জিম্মিদের মুক্তি না দেয় গাজায় তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল।
আবা/এসআর/২৫