ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইলন মাস্কের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই: হোয়াইট হাউজ

ইলন মাস্কের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের প্রশাসনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইলন মাস্কের নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জোশুয়া ফিশার সাক্ষরিত এক নথিতে এ কথা বলা হয়।

নথিতে বলা হয়, ইলন মাস্কের ভূমিকা ট্রাম্প প্রশাসনে একজন হোয়াইট হাউজ কর্মী ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নির্ধারিত। তিনি সরকারি ডিওজিইর কোনো কর্মচারী নন ও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না।

এতে আরও বলা হয়, মাস্ক কেবলমাত্র প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারেন এবং প্রেসিডেন্টের নির্দেশনা পৌঁছে দিতে পারেন। অন্যান্য জ্যেষ্ঠ হোয়াইট হাউজ উপদেষ্টাদের মতো, মাস্কের নিজস্ব বা আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি সিদ্ধান্ত নিতে পারবেন না।

ইলন মাস্কের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের করা মামলার নথিতে ফিশার এসব কথা বলেন।

ফিশার এমন এক সময় এ কথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সবচেয়ে’ ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া ও মার্কিন প্রশাসনের অনেক বিষয়েই হস্তক্ষেপ করেছেন বিশ্বের শীর্ষ এই ধনী।

ইলন মাস্ক,হোয়াইট হাউজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত