চার ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একে একে চার ইসরায়েলির মরদেহ রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করে তারা।
এদিন মঞ্চ থেকে চারটি কফিন রেড ক্রসের গাড়িতে তুলে দেয়া হয়। গাড়িতে কফিন রাখার মুহুর্তে সাদা কাপড় দিয়ে তা ঢেকে দেয়া হয়। পরে রেড ক্রসের গাড়িগুলো কফিন নিয়ে ওই এলাকা ছেড়ে যায়।
রেড ক্রস ‘নিহত জিম্মিদের চারটি কফিন’ পেয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানায়, এসব মরদেহ গাজায় ইসরায়েল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে। পরে সেখান থেকে ইসরায়েলে নেয়া হবে।
এর আগে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে শনিবার আরও ছয় জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়া হবে।
তিনি বলেন, "প্রতিরোধের পাশাপাশি হামাস পূর্ণ দায়িত্বের সাথে চুক্তি বাস্তবায়নে তার আন্তরিকতা প্রমাণ করেছে। আমরা বিলম্ব ছাড়াই চুক্তির সব বিধান বাস্তবায়নের জন্য দখলদারিত্বের বাধ্যবাধকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।"