দখলদার ইসরায়েলের কাছে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস। গাজার খান ইউনিস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে রেডক্রস।
হামাস জানিয়েছে, এই মরদেহটি ইসরায়েলি জিম্মি সিরি বিবাসের।
এর আগে, দখলদার ইসরায়েলকে গত বৃহস্পতিবার চার জিম্মির মরদেহ ফেরত দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।এরমধ্যে তিনজন ছিল মা-ছেলে ও এক বৃদ্ধ। মরদেহগুলো বুঝে পাওয়ার পর ইসরায়েল এগুলো একটি ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে পরীক্ষা করে।
সেখান থেকে জানা যায়, তিন মৃত জিম্মি ইসরায়েলিদের হলেও, এক নারীর মরদেহ ইসরায়েলির নয়। ইসরায়েল জানিয়েছে, সিরি বিবাস নামের ওই নারীর মরদেহ না পাঠিয়ে হামাস গাজার এক অজ্ঞাত নারীর মরদেহ পাঠিয়ে দিয়েছে। খবর চাইমস অব ইসরায়েলের।
আর এই ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। শঙ্কা তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধ বেধে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার রাতে হঠাৎ আরেক নারী জিম্মির মরদেহ পাঠিয়েছে হামাস।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রেডক্রসের কাছ থেকে ইসরায়েলি সেনারা একটি মরদেহ গ্রহণ করেছে। এটি তেলআবিবের আবু কারিম ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হবে মরদেহটি সত্যিই সিরি বিবাসের কি না।
আবা/এসআর/২৫