ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইউক্রেনে খরচ করা অর্থ ফেরত পেতে চায় ট্রাম্প

ইউক্রেনে খরচ করা অর্থ ফেরত পেতে চায় ট্রাম্প

ইউক্রেনে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করেছে, সেই অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পেতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ইউক্রেন খুব দ্রুতই তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি পরবর্তী স্বল্প সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করব, এর ফলে আমরা ৪০ বা ৫০ হাজার কোটি ডলার ফিরে পাবো বলে আমাদের নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, এটি একটি বড় চুক্তি, তবে তারা (ইউক্রেনীয়রা) এটি চায় এবং এই চুক্তি আমাদের সেই দেশে উপস্থিত রাখবে। আমরা আমাদের অর্থ ফেরত পাবো। এটি আমাদের প্রস্তাব করার অনেক আগেই স্বাক্ষরিত হওয়া উচিত ছিল।

সংবাদমাধ্যমটি বলছে, গত সপ্তাহে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে খনিজ চুক্তি নিয়ে তীব্র বাদানুবাদের পর আলোচনাটি সামনে এসেছে। ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছে ট্রাম্পের এমন কথার জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়ার প্রভাবিত “অপতথ্যের জগতে” বাস করছেন। অন্যদিকে এর প্রতিক্রিয়ায় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জেলেনস্কিকে “নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা স্বৈরশাসক” বলে অভিহিত করেন।

উল্লেখ্য, বিশ্বে যে ১৭ ধরনের বিরল প্রাকৃতিক সম্পদ রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি রয়েছে ইউক্রেনে, আর সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ তাদের এ সম্পদের অপ্রতুলতা রয়েছে। ইউক্রেনের কাছে সবচেয়ে বেশি আছে- গ্রাফাইট, লিথিয়াম, টাইটানিয়াম, বেরিলিয়াম এবং ইউরেনিয়াম। এগুলো অস্ত্র, বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন পণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এসব সম্পদ বিশ্বের সব জায়গায় পাওয়া যায় না এবং এগুলো আহরণ করাও সহজ নয়। তাই এই সম্পদগুলো বেশ মূল্যবান।

ইউক্রেনে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলো চীনেও রয়েছে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা চীনকে টেক্কা দিতে ইউক্রেনের সম্পদের দিকে নজর দিয়েছে।

ইউক্রেন,ট্রাম্প,খনিজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত