হোলি উদযাপনের সময় মাতাল হয়ে মারামারি, নিহত ৩

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১:৩১ | অনলাইন সংস্করণ

ভারতের বেঙ্গালুরুতে হোলি উদযাপনের সময় মাতাল হয়ে মারামারির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, একটি নির্মাণাধীন ভবনে পার্টি করার সময় এক নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য থেকেই শুরু হয় ঝগড়া। বিহার রাজ্যের একই গ্রাম থেকে আসা ছয়জন শ্রমিকের মধ্যে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। এক পর্যায়ে, তারা কাঠের লাঠি ও লোহার রড ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

প্রথম মৃতদেহটি অ্যাপার্টমেন্টের যাতায়াতের অংশ থেকে উদ্ধার করা হয়, দ্বিতীয়টি একটি কক্ষের ভেতরে এবং তৃতীয়টি অ্যাপার্টমেন্টের বাইরে পাওয়া যায়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন আনসু (২২) এবং রাধে শ্যাম (২৩)। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।