ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

উত্তর মেসিডোনিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৯

উত্তর মেসিডোনিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৯

উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে ‘পালস ক্লাবে’ আগুন লাগে। এসময় সেখানে প্রায় ৫০০ মানুষ দেশটির জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে’র কনসার্ট উপভোগ করছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সংকীর্ণ বের হওয়ার পথের কারণে অনেকেই বের হতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ভবনটি আগুনে পুড়ে যাচ্ছে ও আকাশে ধোঁয়া উড়ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে লেগে থাকতে পারে। আগুন দ্রত ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উত্তর মেসিডোনিয়ার সরকারি কৌঁসুলির দপ্তরের মুখপাত্র বিলজানা আরসোভস্কা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জন্য দায়ী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে মন্ত্রণালয়ের সেই কর্মকর্তারাও রয়েছেন, যারা নাইটক্লাবের অনুমোদন দিয়েছিলেন।

আবা/এসআর/২৫

উত্তর মেসিডোনিয়া,অগ্নিকাণ্ড,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত