দক্ষিণ কোরিয়া বিভিন্ন অঞ্চলজুড়ে একযোগে ছড়িয়ে পড়েছে ২০টিরও বেশি দাবানল। ভয়াবহ এই দাবানলে দুই দমকলকর্মী নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
শনিবার (২২ মার্চ) দেশটির বিভিন্ন স্থানে ২০টির বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি আগুন সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক বলেছেন, দাবানল দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে, বিশেষ করে সূর্যাস্তের আগেই আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ গিয়ংসাং প্রদেশে গত শুক্রবার শুরু হওয়া দাবানলে ২৭৫ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং দুই শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া, শনিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া সরকার উলসান শহরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে।
কোরীয় স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উলসান শহর, উত্তর গিয়ংসাং প্রদেশ এবং দক্ষিণ গিয়ংসাং প্রদেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়।
স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, দাবানলের কারণে সানচিয়ং কাউন্টির আটটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং তারা অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
আবা/এসআর/২৫