যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল। এ হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যম বলছে, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।
এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছিল।
টানা ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার ভোররাতে গাজায় আবার হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে উত্তর থেকে দক্ষিণ—উপত্যকাটির সর্বত্র নৃশংস হামলা চলে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা উপত্যকার বিভিন্ন অংশে গত ২৪ ঘণ্টায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আবা/এসআর/২৫