ঢাকা শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গাজা ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪৩

গাজা ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪৩

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোয়াতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন এবং গাজায় ইসরায়েলের বর্বর হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। অন্যদিকে, ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

আল-জাজিরা আরবি জানিয়েছে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এতে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

এছাড়া, গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন উপত্যকায় অবস্থানরত সংবাদকর্মীরা।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোয়াতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর পর এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলি বাহিনী তখন সিরিয়ার ভূখণ্ডের মধ্যে অবস্থান করছিল কি না তা স্পষ্ট করে বলা হয়নি।

যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার বিষয়ে হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের সাদা প্রদেশের সাহার জেলায় দুই দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

আবা/এসআর/২৫

গাজা,সিরিয়া,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত