ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ নিয়ে যা জানালো ভারত

‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ নিয়ে যা জানালো ভারত

ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে আমেরিকার ফেডারেল সরকারের একটি কমিশন ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। মার্কিন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

আমেরিকার ফেডারেল কমিশনের রিপোর্টের কড়া সমালোচনা করেছে ভারত। ওই রিপোর্টটি একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশিত হয়। যেখানে ‘র’ এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি।

তাদের রিপোর্টে ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিযুক্ত করা হয়েছে। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তার নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমেরিকার ফেডারেল কমিশনের ওই রিপোর্টটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।

তিনি বলেন, ওই রিপোর্টে পক্ষপাতমূলক এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন করার ধারা জারি রয়েছে। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ভুল ভাবে উপস্থাপিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ নয়াদিল্লির।

মার্কিন কমিশনের রিপোর্টের সমালোচনা করে জয়সওয়াল বলেছেন, ১৪৪ কোটি মানুষের দেশ ভারত। এখানে সব ধর্মের মানুষ রয়েছেন। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ভারতের বহুত্ববাদী চিত্র বা সব ধর্মের সহাবস্থানকে স্বীকৃতি দেবে, এমন আশা আমরা করি না।

আবা/এসআর/২৫

‘র’,নিষেধাজ্ঞা,সুপারিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত