ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সৌদিতে দেখা গেছে ঈদুল ফিতরের চাঁদ

সৌদিতে দেখা গেছে ঈদুল ফিতরের চাঁদ

সৌদি আরবে ঈদুল ফিতর ও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস।

সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়।

এর আগে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি বলেন, “সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আজ ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত যাবে। এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোট হোক, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব।”

পরবর্তীতে আব্দুল্লাহ আল-আমার নামে অপর এক জ্যোতির্বিদ বলেন, “আমি প্রত্যাশা করছি সুদাইরে আজ আমরা চাঁদ দেখতে পাব।” শেষ পর্যন্ত তাদের ধারণা ঠিক হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও জানিয়েছে, বাংলাদেশে সোমবারই ঈদুল ফিতর উদযাপিত হবে। সূত্র হিসেবে তারা এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টারের পোস্টকে ব্যবহার করেছে।

আবা/এসআর/২৫

সৌদি,ঈদ,চাঁদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত