মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহতার চিত্র দিন দিন যেন আরও বেশি দৃষ্টিগোচর হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। তবে, প্রায় ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।
রোববার (৩০ মার্চ) সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে, ধসে পড়া বহুতল ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এই ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১৭০০ পেরিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে, ভোগান্তির শেষ নেই আহতদের। আহত অবস্থাতেই অনেকে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজছেন। নিজের সবটুকু দিয়ে স্বজনদের জীবিত উদ্ধারের আশায় বুক বাঁধছেন।
জানা গেছে, উদ্ধারকর্মীর সংখ্যা সীমিত, আবার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হলেও নেই পর্যাপ্ত সরঞ্জাম। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এছাড়া বিদ্যুৎ ও পানির সংকট আর তীব্র গরমে পরিস্থিতি আরও করুণ হয়ে উঠেছে। তাছাড়া আফটারশকের আতঙ্কও কাটেনি। তাই ঘরছাড়া হাজারো মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।
আবা/এসআর/২৫