ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের নামাজও পড়তে দেয়া হল না ইমরান খানকে

ঈদের নামাজও পড়তে দেয়া হল না ইমরান খানকে

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান ঈদের নামাজ আদায় করতে পারেননি। নিরাপত্তার কারণ দেখিয়ে আদিয়ালা জেল কর্তৃপক্ষ কারাগারের অন্যান্য কয়েদিদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে নামাজ পড়তে দেননি। ওই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইমরানের দলের নেতা-কর্মীরা। আদিয়ালা জেল ঘেরাওয়ের ডাকও দিয়েছেন তারা। তার পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

‘জিও নিউজ’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বিশেষ সেলে বন্দি রয়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। সোমবার কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের বিশেষ আয়োজন করা হয়েছিল। ওই নামাজে অংশ নিয়েছিলেন কারাগারের কয়েদি ও কর্মীরা। কিন্তু তাতে সামিল হওয়ার অনুমতি দেওয়া হয়নি ইমরান খানকে।

এ নিয়ে তৃতীয়বার ঈদুল ফিতর জেলেই কাটালেন সাবেক প্রধানমন্ত্রী। তবে নামাজে অংশ নেয়ার অনুমতি না দিলেও ইমরানকে ঈদের উপহার তুলে দিয়েছে কারা কর্তৃপক্ষ। সেগুলোর মধ্যে ছিল- চার সেট নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কোমরকোট। ঈদের দুদিন আগে ইমরান খানের সঙ্গে তার সন্তানদের দেখা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও প্রক্রিয়াগত জটিলতার কারণে সন্তানদের সঙ্গে দেখা হয়নি সাবেক প্রধানমন্ত্রীর।

এদিকে ইমরান খানকে জেলের ভিতরে নামাজ আদায়ের অনুমতি না দেওয়ার ক্ষোভে ফুঁসছেন তার দলের নেতা-কর্মী ও সমর্থকরা। সম্ভাব্য বিক্ষোভ প্রতিহত করতে নিরাপত্তা জোরদার করেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। কারাগারের আশপাশে ৮টি অতিরিক্ত চেকপয়েন্ট বসানো হয়েছে। প্রায় ২০০ নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছে।

মরান খান,ঈদ,নামাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত