ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ ট্রাম্পের

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ ট্রাম্পের

বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের পর এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ১৫ শতাংশ। এ সিদ্ধান্তকে অনেক দেশই ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

দিনটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ অভিহিত করে ট্রাম্প বক্তব্যের শুরুতে বলেন, কয়েক দশক ধরে আমাদের দেশকে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুট করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে এবং ধ্বংস করেছে। বিদেশি মেথররা আমাদের এক সময়ের সুন্দর আমেরিকান স্বপ্নকে ছিন্নভিন্ন করে ফেলেছে।

বাংলাদেশের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি বাজার। বাংলাদেশের তৈরি পোশাক, যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে রফতানি হয়। ২০২০ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে, যার মধ্যে বড় অংশই ছিল তৈরি পোশাক। গত বছর, ২০১৯ সালে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি ছিল ৭.৩৪ বিলিয়ন ডলার।

এদিকে, ট্রাম্প কঠোর বাণিজ্য নীতির আওতায় বিদেশি গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তও নিয়েছেন।

উল্লেখ্য, নতুন করে উচ্চ মাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা করা হচ্ছে।

আবা/এসআর/২৫

শুল্ক,বাংলাদেশি পণ্য,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত