ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ড. ইউনূসের মন্তব্যের পর চিকেনস নেকে ভারতের সেনা মোতায়েন

ড. ইউনূসের মন্তব্যের পর চিকেনস নেকে ভারতের সেনা মোতায়েন

সম্প্রতি চীন সফরকালে ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যের পর শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ এলাকায় নিরাপত্তা জোরদারে ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইুন্ডয়া টুডে এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি জানায়, পশ্চিমবঙ্গের এই সরু প্রসারিত করিডোর উত্তর-পূর্ব রাজ্যগুলোকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করেছে। এটি নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীনের সীমান্তে অবস্থিত। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ করিডোরটিকে রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই দেশটি।

এদিকে ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করা হবে বলে জানিয়েছে তারা। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বিবৃতি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি জোর দিয়েছিলেন যে দুর্বলতার পরিবর্তে, চিকেনস নেক হলো ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে-

ভারতীয় বিমান বাহিনী মিগ যুদ্ধবিমানের পাশাপাশি হাশিমারা এয়ারবেসে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন স্থাপন করেছে। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের একটি রেজিমেন্ট সম্ভাব্য হুমকি রোধ করতে করিডোরে মোতায়েন করা হয়েছে। ভারত এই অঞ্চলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করেছে যাতে আকাশ পথে যে কোনো অনুপ্রবেশ রোধ করা যায়। এমআরএসএএম এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর। কোনো ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সিস্টেম মোতায়েন রয়েছে অঞ্চলটিতে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, টি-৯০ ট্যাঙ্কের সাথে লাইভ-ফায়ার ড্রিলসহ অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর জন্য প্রায়শই যুদ্ধ অনুশীলন পরিচালনা করছে সামরিক বাহিনী।

ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকির বিরুদ্ধে ভারত সজাগ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিসহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাম্প্রতিক মন্তব্যকে নিবিড়ভাবে মূল্যায়ন করছে ভারত। এর জবাবে মূলত এই অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে দেশটি।

উল্লেখ্য, চীন সফরে ড. ইউনূস তার বক্তব্যে অঞ্চলটির (সেভেন সিস্টার্স) সম্ভাব্য বিনিয়োগের জন্য বিভিন্ন উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবে এটিকে ভারত ভালোভাবে নেয়নি। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে।

ড. ইউনূস,চিকেনস নেক,ভারত,সেনা মোতায়েন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত