ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিজেপি নেতার বাড়িতে আগুন

ভারতে ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিজেপি নেতার বাড়িতে আগুন

ভারতে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে মণিপুর রাজ্যে এক মুসলিম বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে ক্ষোভে ফুঁসতে থাকা মুসলিমরা।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় আসকার আলী নামে ওই নেতার বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতা।

বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি আসকার আলী ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করায় তার বাড়িতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এ ঘটনার পর ওই অঞ্চলে আধা-সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় আসকার আলী নামে ওই নেতার বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতা। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন সংক্ষুব্ধ মুসলিমরা। মণিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

সমাজসেবক এবং মুসলিম সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী। কারণ এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

ভারত,ওয়াকফ বিল,বিজেপি,বাড়িতে আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত