তেহরান ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে।
সোমবার (৮ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। খবর আল-জাজিরার।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। আগামী শনিবার সরাসরি বৈঠক হবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বৈঠক।
তিনি আর বিস্তারিত তথ্য না দিয়ে বলেন, আমি মনে করি সবাই একমত হবেন যে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে একটি চুক্তি করাই ভালো হবে।
ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বড় ধরণের বিপদে পড়বে তেহরান। তিনি আরও বলেন, ইরান কিছুতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
এই মাসের শুরুতে ট্রাম্প মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে বলেছিলেন, যদি ইরান কোনো চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে। তিনি আরও বলেন, বোমা হামলা এমন ধরণের হবে যা তারা আগে কখনও দেখেনি।
ওভাল অফিসে বক্তৃতাকালে ট্রাম্প বলেন: “শনিবার (ইরানের সাথে) আমাদের খুব বড় বৈঠক আছে এবং আমরা তাদের সাথে সরাসরি কাজ করছি... এবং সম্ভবত একটি চুক্তি হতে চলেছে, (তেমনটি হলে) এটি হবে দুর্দান্ত।”
আবা/এসআর/২৫