ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে জেট সেট নাইটক্লাবে ছাদ ধসে কমপক্ষে ৯৮ জন নিহত এবং আরও ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন বলে প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন। তিনি ছিলেন সাতবারের মেজর লীগ বেসবল অল-স্টার সাবেক বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন। আরও ছিলেন বেসবল পিচার অক্টাভিও ডোটেলও। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেল মারা যান। ক্লাবে সেসময় জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে এই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের মধ্যে তিনিও ছিলেন বলে জানা গেছে।

শত শত মানুষ ঘটনাস্থলের ভেতরে ছিলেন এবং প্রায় ৪০০ উদ্ধারকারী এখনও জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্লাবের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রুবি পেরেজ গান গাওয়ার সময় মঞ্চের সামনের টেবিলে বসে থাকা লোকজনের পাশাপাশি পেছনে বসে থাকারাও সঙ্গীতের তালে তালে নাচছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পৃথক মোবাইল ফোন রেকর্ডিংয়ে, মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে– “সিলিং থেকে কিছু পড়ে গেছে”, এবং তার আঙুল ছাদের দিকে ইশারা করতে দেখা যাচ্ছে।

ফুটেজে গায়ক রুবি পেরেজও লোকটির নির্দেশিত জায়গাটির দিকে তাকিয়ে ছিলেন বলে মনে হচ্ছে।

জরুরি অপারেশন সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, তিনি আশাবাদী যে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন।

নাইটক্লাব,ছাদ ধসে,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত