চীন ছাড়া বাকি সব দেশের ওপর যে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছিলো তা ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সংক্রান্ত ঘোষণা দিয়ে বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প চীনের ওপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা জানান।
ট্রাম্পের এমন সিদ্ধান্তে তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার নামে করা ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ধন্যবাদ বার্তায় তিনি বলেছেন, ‘ধন্যবাদ, রাষ্ট্রপতি। শুল্কের ওপর ৯০ দিনের বিরতি দেয়ার মাধ্যমে আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়ার জন্য। আমরা আপনার বাণিজ্য আলোচ্য সূচির সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে অর্থনৈতিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করেছেন কেউ কেউ। তবে হঠাৎ সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প। চীন বাদে যেসব দেশের ওপর পারস্পারিক শুল্ক আরোপ করা হয়েছিল, সেগুলো ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি।
আবা/এসআর/২৫