ফিলিস্তিনিদের সমর্থণে আগে থেকেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে তেল আবিব-কে লক্ষ্য করে ছোড়া এসব মিসাইলের একটি ইসরায়েলে আঘাত না করে পড়েছে সৌদি আরবে।
বুধবার (৯ এপ্রিল) রাতে তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে গিয়ে পড়ে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।
সংবাদমাধ্যমটি জানায়, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে প্রবেশ করে ভূপাতিত হয়। এটি সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সেনাবাহিনী উৎক্ষেপণের বিষয়টি তাৎক্ষণিক শনাক্ত করে। কিন্তু ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ, ক্ষেপণাস্ত্রটি তেলআবিবের জন্য কোনো হুমকিই তৈরি করতে পারেনি।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে আইডিএফ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পুরোদমে আক্রমণ পুনরায় শুরু করে। এরপর ইয়েমেনের হুথিরা ইসরায়েলে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে কেবল সাইরেন বাজাতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে।
উল্লেখ্য, সৌদি আরবের কাছে বড় হুমকির একটি হুতি বিদ্রোহী গোষ্ঠী। কারণ, সৌদি মনে করে হুতিদের উত্থানে তাদের নিরাপত্তা স্বার্থ সরাসরি প্রভাবিত হচ্ছে।