ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নদীতে হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে নিহত ৬

নদীতে হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

দর্শনীয় স্থান পরিদর্শনকারী ওই হেলিকপ্টারে পাইলটসহ স্পেনের একটি পরিবার ছিল। দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন।

দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারাও মারা যান।

এক ব্রিফিংয়ে মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্তের পর তাদেরকে উদ্ধার করা হলেও এক পর্যায়ে সবাইকে মৃত ঘোষণা করা হয়। তিনি এটিকে হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন।

খবর পেয়ে নিউইয়র্ক ও নিউ জার্সির পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলিকপ্টারটি থেকে কিছু টুকরো ভেঙে পড়তে দেখা যায় ও এক পর্যায়ে এটি নদীতে গিয়ে পড়ে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্ক সিটির হাডসন নদীতে একটি বেল ২০৬ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ডুবে গেছে। এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এই ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে।

নদী,হেলিকপ্টার বিদ্ধস্ত,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত