ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় শিশুসহ নিহত শতাধিক

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় শিশুসহ নিহত শতাধিক

সুদানের দারফুরের দুর্ভিক্ষপীড়িত শরণার্থী শিবিরে বর্বর হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বাস্তুচ্যুত লোকজনের ওপর দুদিনের এ হামলায় ২০ শিশু এবং নয়জন সাহায্য কর্মীসহ ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

সুদানে জাতিসংঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন নকওয়েটা-সালামি শনিবার এক বিবৃতিতে বলেছেন, আরএসএফ এবং মিত্র মিলিশিয়ারা জমজম, আবু শৌক শিবির এবং উত্তর দারফুর প্রদেশের প্রাদেশিক রাজধানী এল-ফাশারের কাছে আক্রমণ শুরু করেছে।

তিনি জানিয়েছেন, শুক্রবার এবং শনিবার আবারও ক্যাম্পগুলোতে আক্রমণ করা হয়েছে এবং জমজম ক্যাম্পে কার্যক্রম পরিচালনার সময় নয়জন সহায়তাকর্মী নিহত হয়েছেন। যারা এ ধরনের কাজ করছে তাদের অবিলম্বে বিরত থাকার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, জমজম এবং আবু শৌক শিবিরে সাত লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এসব মানুষ দারফুর অঞ্চলে লড়াইয়ের কারণে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।

প্রায় দুই বছর আগে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে সুদানে বাস্তুচ্যুত মানুষ এবং সাহায্য কর্মীদের ওপর ধারাবাহিক ভাবে নৃশংস হামলা বেড়ে গেছে। তবে জাতিসংঘের এই কর্মকর্তা সহায়তা কর্মীদের পরিচয় প্রকাশ করেননি।

সুদানের ডক্টরস ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে যে, শুক্রবার জমজমে তাদের হাসপাতালে হামলায় রিলিফ ইন্টারন্যাশনাল গ্রুপের ছয়জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

রিলিফ ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে, তাদের নয়জন কর্মী নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, এই হামলা ছিল অঞ্চলটির সকল স্বাস্থ্য অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা, যাতে তাদের ক্লিনিকটিও ধ্বংস হয়। এছাড়া জামজামের প্রধান বাজার ও শিবিরের শত শত অস্থায়ী ঘরবাড়িও ধ্বংস করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, আরএসএফ নারী ও কিশোরীদের ওপর ভয়াবহ যৌন সহিংসতা ও গণধর্ষণ চালাচ্ছে, যা গৃহযুদ্ধের কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আবা/এসআর/২৫

সুদান,নিহত,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত