ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় একটি ওষুধ কোম্পানির গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
শনিবার (১২ এপ্রিল) কুসুম নামের ওই ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে হামলা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়া হামলা করেছে। এতে গুদামটির বেশ ক্ষয়ক্ষতি হয়। শনিবার ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।
এক এক্স-পোস্টে দূতাবাস লিখেছে, ‘আজ (শনিবার) রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে আঘাত হেনেছে। ভারতের সাথে বিশেষ বন্ধুত্ব দাবি করা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা লক্ষ্য করে হামলা চালাল। গুদামটিতে রাখা শিশু ও বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করেছে তারা ।’
এর আগে, ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, রাশিয়ার হামলায় কিয়েভে একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়ে গেছে। তবে মার্টিন আরও লিখেছেন, আক্রমণটি রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছিল, ক্ষেপণাস্ত্র নয়।
তিনি লিখেন, ‘আজ সকালে রাশিয়ান ড্রোন কিয়েভে একটি প্রধান ওষুধের গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বয়স্ক এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান অব্যাহত রয়েছে।’
ইউক্রেনের বৃহত্তম ফার্মা ফার্মগুলোর মধ্যে একটি ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম। এ কোম্পানির পণ্যগুলো ইউক্রেনজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তারা মৌলিক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করে।
উল্লেখ্য, কয়েক মাস ধরে পোকরোভস্ক শহরের দক্ষিণে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে। রুশবাহিনীর মূল লক্ষ্য এখন নোভোপাভলিভকা শহর। খেরসনেও জোরদার হামলা চালাচ্ছে মস্কোর বাহিনী।