মার্চের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার।
রোববার (১৩ এপ্রিল) সকাল ৭টা ৫৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল) গভীরে। এতে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ইএমএসসি জানিয়েছে, রোববার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে মিয়ানমারে মাঝেমধ্যেই পরাঘাত হচ্ছে। গত শুক্রবারও সেখানে ভূকম্পন অনুভূত হয়েছে।
এর আগে, গত ২৮ মার্চে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন, সড়ক ও সেতু। সরকারি হিসেব মতে প্রাণ হারান অন্তত ৩ হাজার মানুষ, আহত হন আরও প্রায় সাড়ে চার হাজার। নিখোঁজ রয়েছেন ৪০০-র বেশি। মিয়ানমার এখনও সেই ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে বিপর্যস্ত।