ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ফিজিতে সোমবার (১৪ এপ্রিল) সকালে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ফিজির দক্ষিণাঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরে। গভীরতাজনিত কারণে এর তীব্রতা কিছুটা প্রশমিত হয়েছে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্র থেকে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই।

তবে, ভূমিকম্পের উৎপত্তিস্থল গভীর হওয়ায় এর প্রভাব তীব্র হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবা/এসআর/২৫

ফিজি,ভূমিকম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত