ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দল ঢাকায় আসছে বুধবার

ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দল ঢাকায় আসছে বুধবার

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ক্ষমতার মসনদে নতুন মুখ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। দুই দেশের নতুন প্রশাসনের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন থাকলেও আস্তে আস্তে তা কেটে যাচ্ছে। এবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার (১৬ এপ্রিল) তিন দিনের সফরে তারা ঢাকায় আসবেন। তাদের সঙ্গে যোগ দেবেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতও।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। তার প্রশাসনের প্রথম কোনো প্রতিনিধি দল এবার ঢাকায় সফরে আসছেন। এজন্য এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের এই সফরে আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও একই দিন ঢাকায় আসার কথা রয়েছে।

মার্কিন প্রতিনিধি দলের সফরসূচি সম্পর্কে জানা গেছে, প্রথম দিন তারা মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন প্রতিনিধি দলের সফরে আমাদের মূল ফোকাস হবে ট্যারিফ বা শুল্ক প্রসঙ্গ। বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ মার্কিন শুল্ক আরোপের ফলে রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে দেশটি থেকে আমদানি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে সরকার। পারস্পরিক বাণিজ্যকে আরও লাভবান করতে সরকার যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে মার্কিন কর্মকর্তাদের যে বিষয়গুলো জানানোর সুযোগ তৈরি হয়েছে। এর বাইরে সরকারের সংস্কার উদ্যোগ ও নির্বাচন নিয়ে কথা আসবে। এছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

ট্রাম্প,ঢাকা,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত