ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে তীব্র লড়াইয়ে এক ভারতীয় সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপত্যকার উধমপুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আগেরদিন জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল।
এনডিটিভি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতি সন্দেহ সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় যৌথভাবে অভিযান চালাচ্ছে। অভিযানের সময় দুদু-বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।