ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার শুরু সৌদি কর্তৃপক্ষের

ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার শুরু সৌদি কর্তৃপক্ষের

হজকে সামনে রেখে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দেশটি এবার হজ নিয়ে ভুয়া ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করার কাজ শুরু করে দিয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুয়া হজ ক্যাম্পেইন পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের অধীনে অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কাবা শরিফের পবিত্র স্থানে থাকার ব্যবস্থা, যাতায়াত, অন্যের পক্ষে হজ সম্পাদনের প্রস্তাব, কোরবানি পশু বিতরণ এবং অবৈধ মৌসুমি রিস্টব্যান্ড বিক্রির মতো ভুয়া সেবা প্রদানের সঙ্গে যুক্ত ছিলেন।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গ্রেফারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে প্রতারণামূলক বিজ্ঞাপন ও অফারে বিভ্রান্ত না হয়ে শুধু সরকার অনুমোদিত মাধ্যমেই যোগাযোগ করার জন্য বারবার সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আবা/এসআর/২৫

ভুয়া হজ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত