হজ নিবন্ধনের সময় বাড়লো ২১ মার্চ পর্যন্ত
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ২৩:০২ | অনলাইন সংস্করণ
চতুর্থবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নিবন্ধনের সময় আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যারা এখনো পাসপোর্ট পাননি এটি তাদের জন্য অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচার অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ করা হয়েছে।
সৌদি আরবের নির্ধারণ করা কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৮৩ এবং বেসরকারিভাবে ৯৮ হাজার ৫৩১ জন হজের জন্য নিবন্ধন করেছেন।
চলতি বছর সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
গত ৮ ফেব্রুয়ারি নিবন্ধন শুরু হয়েছে। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা আগেও কয়েক দফা বাড়ানো হয়েছিল। এখন পর্যন্ত চারবার বাড়ানো হল নিবন্ধের সময়সীমা।