নেক আমল কবুল করার দোয়া
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১২:৩১ | অনলাইন সংস্করণ
যেকোনো নেক আমল করার সময় মহান আল্লাহ তা'আলার কাছে তা কবুলের জন্য দোয়া করা নবী-রাসুলগণের শিক্ষা। নবী ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.) মসজিদুল হারাম নির্মাণের সময় আল্লাহ তাআলার কাছে তাদের আমল কবুল করার জন্য দোয়া করেছিলেন। তাঁদের সেই দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন।
দোয়াটি হলো— رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ উচ্চারণ: ‘রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতাস সামিউল আলিম।’
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে (আমল) গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।’ (সুরা বাকারা: ১২৭)
সুতরাং, মুমিন মুসলমানের উচিত, যেকোনো নেক আমল সম্পন্ন করার ক্ষেত্রে উক্ত দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে আমল কবুলের প্রার্থনা করা। কেননা, আল্লাহ তা'আলা বান্দার দোয়া কবুল করেন।