বদনজর থেকে বাঁচার দোয়া

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৫:১৩ | অনলাইন সংস্করণ

বদনজর, জাদুটোনা থেকে বাঁচতে নির্দিষ্ট কিছু বাক্য পড়ে শরীরে ফুঁক দেওয়াকে শরীর বন্ধ বলা হয়।

মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীর বন্ধ করার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে সম্পূর্ণ শরীরে ফুঁ দিয়ে শরীর বন্ধ করতেন। হাদিস শরিফে এসেছে,
‘প্রতি রাতে রাসূল (সা.) বিছানায় যাওয়ার প্রাক্কালে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দুহাত একত্র করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের ওপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন’। (সহিহ বুখারি, হাদীস নম্বর ৫০১৭, ইফা: ৪৬৫২)