খান বাহাদুর আহছানউল্লাহ (রহ.) এর শিষ্টাচার
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:২০ | অনলাইন সংস্করণ
নিজের ব্যতীত অপর বাড়ীতে অসভ্যের ন্যায় বিনা অনুমতিতে প্রবেশ করিবে না এবং প্রতীক্ষা করিবে যে পর্য্যন্ত অনুমতি না পাও এবং যখন তুমি প্রবেশ কর গৃহস্থকে ছালাম কর এবং যদি গৃহে কাহাকে না দেখ, তবে প্রবেশ করিবে না যে পর্য্যন্ত অনুমতি না পাও এবং যদি বাড়ীওয়ালা তোমাকে ফিরিয়া যাইতে বলে, তৎক্ষণাৎ ফিরিয়া আসিবে। ইহাই তোমার পক্ষে উত্তম। (ছুরা:২৪:২৭-২৮)।
যখন তোমাকে কেহ ছালাম করে, তাহাকে উৎকৃষ্টতর ছালাম দিবে। অন্যথা অন্ততঃ তাহারই ছালাম প্রত্যাবর্ত্তন করিবে। (ছুরা:৪:৮৬)।
নিষিদ্ধ খাদ্য : তোমাদের পক্ষে (জন্যে) হারাম করা হইয়াছে মৃত, রক্ত, শুকর মাংস, শ্বাসরোধে মৃত (প্রাণী), খোদা ব্যতীত অপরের নামে উৎসর্গীকৃত (পশু), অন্য জন্তুর শৃঙ্গ দ্বারা আহত, তীরে আহত এবং যারা শিকারী জন্তুর উদরস্থ এবং যাহা কোন মুক্তির প্রতি উৎসর্গীকৃত । (ছুরা:৫:৩)।
চলন : মধ্যরূপে চলিবে- না খুব দ্রুত গতিতে, না খুব মন্থর গতিতে। ( ছুরা:৩১:১৯)।
আত্মশুদ্ধি : বস্তুতঃ সফল জীবন হইল সেই ব্যক্তির , যে আত্মার শুদ্ধি সাধন করিল; এবং ব্যর্থ জীবন হইল সেই ব্যক্তির, যে তাহাকে কলুষিত করিল। ( ছুরা শামছ: ৯-১০)।(কোরআনের শিক্ষা পৃ. ৮/৯, লেখকের বানান হুবহু রাখা হয়েছে।)