৯৮ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

যা যা প্রয়োজন-

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

বিভাগ: তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল

পদসংখ্যা: ৯৮

যোগ্যতা: তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ-৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ-২.২৫ এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।  

বয়সসীমা: প্রার্থীদের বয়সসীমা ২০২৩ সালের ২২ জুন ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৬ টাকাসহ মোট ৫৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২২ জুন থেকে ৬ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।