ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন দেলাওয়ার হোসাইন

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন দেলাওয়ার হোসাইন

বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। গত সোমবার দেলাওয়ার হোসাইনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ দেলাওয়ার হোসাইন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে কাজ করে আসছেন। তার নিয়োগে আইন অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদ দেলাওয়ার হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করেন। এরপর ভারতের নিউ দিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (সার্ক বিশ্ববিদ্যালয়) থেকে আন্তর্জাতিক আইনের উপর দ্বিতীয় এলএল এম ডিগ্রি অর্জন করেন।

মোহাম্মদ দেলাওয়ার হোসাইন ২০১৪ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভের পর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে ২০১৬ সাল থেকে আইন পেশা শুরু করেন। ২০১৭ সালের ১ জানুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পর থেকে হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত ছিলেন। সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, নিষ্ঠা একাগ্রতা ও নিরপেক্ষভাবে কাজ করতে তিনি আশাবাদী। সেজন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া চান।

সরকারের আইনি কার্যক্রম পরিচালনায় সহকারী অ্যাটর্নি জেনারেলদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন নিয়োগের ফলে বিচার ব্যবস্থায় কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আইনজীবী পেশার পাশাপাশি তিনি দেলাওয়ার জাহান নামে দীর্ঘদিন ধরেই বই লেখালেখির সঙ্গে জড়িত। তার লেখা কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে উপন্যাস ‘ক্যাঁক’ এবং ছোটগল্প ‘মিনকা’ সম্প্রতি প্রকাশ পেয়েছে।

সহকারী,অ্যাটর্নি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত