ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘নিত্যবাজারে’ চাকরির সুযোগ

‘নিত্যবাজারে’ চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিত্যবাজার ডটকম। ‘ডেলিভারী ম্যান’ পদে এ নিয়োগ দেয়া হবে।

পদের নামঃ ডেলিভারী ম্যান।

পদ সংখ্যাঃ ০৩।

দায়িত্ব এবং কর্তব্যঃ

১. সমগ্র ঢাকা সিটিতে মোটর সাইকেল দিয়ে পণ্য ডেলিভারী করতে হবে।

২. পণ্যগুলো সংগ্রহ করতে হবে বিভিন্ন ভেন্ডর ও স্টোর থেকে।

৩. ডেলিভারির পরে অর্থ ও পার্সেল অফিসে হস্তান্তর করতে হবে।

৪. কাস্টমারকে সময়মত পণ্য ডেলিভারী করতে হবে।

৫. সকল প্রকার অফিস নির্দেশনা মেনে চলতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এসএসসি পাস। অবশ্যই বাংলা ও ইংরেজী লিখতে ও পড়তে জানতে হবে।

অভিজ্ঞতাঃ ডেলিভারি কাজে নূন্যতম (০১) এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতাঃ

১. ঢাকা শহরের বিভিন্ন এলাকা চেনা ও জানা থাকতে হবে।

২.অবশ্যই মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৩. বয়স ২২-৩০ বছরের মধ্যে হতে হবে।

৪. শুধুমাত্র পুরুষদের আবেদনে অগ্রাধিকার।

৫. চাকরির ধরন - ফুল টাইম।

কোম্পানির সুযোগ-সুবিধাঃ

১. মোবাইল বিল

২.মোটর সাইকেল, জ্বালানি ও সার্ভিসিং চার্জ সব কোম্পানী বহন করবে।

৩. বেতন- ১২০০০/= প্রতি মাসে।

৪. প্রতিদেনের দুপুরের খাবার কোম্পানী বহন করবে।

৫. উৎসব ভাতা ০২ (বাৎসরিক)

৬. আরও সকল প্রকার সুযোগ-সুবিধা কোম্পানীর নিয়ম অনুযায়ী।

আবেদনের শেষ তারিখ ৩০ শে জুন ২০২১ ইং তারিখ পর্যন্ত। সিভি পাঠানোর ঠিকানাঃ [email protected] বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://nittabazar.com/ অথবা কল করুনঃ ০১৭১৪-০৪৪১৫৩।

নিত্যবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত