ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইজি’তে ঈদের নতুন কালেকশন

ইজি’তে ঈদের নতুন কালেকশন

দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। আর ঈদ মানেই তো নতুন পোশাক। ঈদের পোশাক মানেই হাজার রঙের মেলা। আর ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায় মন মতো নতুন পোশাক না পেলে। ঈদে নতুন পোষাকের আনন্দ যেন ফিকে না হয় সেজন্য প্রতি ঈদেই বাহারি ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয় ফ্যাশন ইজি।

দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এ মুহূর্তের জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’। প্রতিষ্ঠানটি সব সময় চেষ্টা করেছে পোশাকে নতুনত্বের ছোঁয়া আনতে। সেই ধারাবাহিকতা নিয়ে ঈদ উপলক্ষে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের কালারফুল সব ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো-শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কোটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে।

ঈদে সবাই চান নিজেকে একটু পরিপাটি করে উপস্থাপন করতে। তাই সবার মনোযোগ থাকে ফ্যাশনেবল পোশাকের দিকে। এবারের ঈদে আকর্ষণীয় সব পোশাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে ইজির আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে।

ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যায় ইজিতে। ঢাকাসহ সারাদেশে ইজির ৮০টি মতো শোরুম আছে। প্রতিটি শোরুমেই পাওয়া যাচ্ছে ইজির নতুন কালেকশন।

চিত্রনায়ক আরেফিন শুভর স্টাইলিশ উপস্থাপনায় ইজির নতুন কালেকশন দেখতে ক্লিক করুন এখানে (https://www.youtube.com/watch?v=-K0lKBhgBQY&t=2s)

পোশাক,ঈদ,ইজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত