ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাছের চারা কেনার সময় খেয়াল রাখবেন যেসব বিষয়

গাছের চারা কেনার সময় খেয়াল রাখবেন যেসব বিষয়

এখন বর্ষাকাল। গাছের চারা লাগানোর উপযুক্ত সময়। অনেকেই নার্সারি থেকে কিংবা অনলাইনে চারা কেনেন। চারা কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হয়। না হলে চারাটি বাঁচানো কঠিন। জেনে নিন গাছের চারা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন।

* নার্সারিতে একই জাতের বিভিন্ন চারাগাছ থাকে। কিন্তু সব গাছগুলো একইভাবে বেড়ে ওঠে না। গাছ কেনার সময়ে দেখে নিন, সেটির বৃদ্ধি

ভালো হয়েছে কি না। যদি দেখেন এখনও তেমন বড় হয়নি, তা হলে না নেওয়াই ভালো।

* অনেক গাছের ডালপালা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তেমন গাছ বাগান করার জন্য উপযুক্ত নয়। কচি শাখা-প্রশাখাযুক্ত গাছ কেনাই ভালো।

* নার্সারিতে গিয়ে ফুল ফুটে আছে কিংবা ফল হয়েছে, তেমন গাছগুলোতেই চোখ যায়। কিন্তু সেগুলো দেখতে ভালো লাগলেও বাসায় এনে লাগালে

ভালো ফল দেয় না। টবে লাগানোর পরেই ফল এবং ফুল ঝরতে শুরু করে। এমনকি, যত্নের এ দিক থেকে ও দিক হলে মারাও যেতে পারে। বরং

সঠিক যত্নের পর ফল ধরবে, ফুল ফুটবে এমন গাছের চারা কিনে আনুন।

* চারাগাছ ভালো কি না তা বোঝার অন্যতম উপায় হল গোড়ার প্রকৃতি। লক্ষ্য করুন গাছের গোড়া মাটিতে শক্ত ভাবে আঁকড়ে আছে কি না। অনেক

সময়ে নতুন পোঁতা গাছকে পুরনো বলে চালিয়ে দেওয়া হয়। তাই গাছের ডাল ধরে আলতো করে ঝাঁকিয়ে দেখুন গাছের গোড়ায় শক্ত মাটি আছে

কি না। গোড়া শক্ত হলে কিছু হবে না। আর যদি নতুন মাটিতে বসানো হয়, সে ক্ষেত্রে সহজেই খুলে আসবে।

* চারা গাছ কেনার আগে একবার চারাগাছের উচ্চতা মেপে নিন। ২ থেকে ৩ ফুটের মধ্যে হলে ভালো। এ উচ্চতার চারাগাছ টবে হোক কিংবা

মাটিতে, যে কোনও জায়গায় সহজে মানিয়ে নিতে পারে।

গাছ,চারা,কেনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত