অল্প বয়সে চুল পাকা ঠেকাতে করণীয়

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১৫:১৩ | অনলাইন সংস্করণ

বয়স তিরিশের কোঠা পার না হতেই মাথাভর্তি সাদা চুল উঁকি মারছে। নির্ধারিত সময়ের আগেই চুলে অকালপক্বতা দেখা দিলে তা অস্বস্তির কারণ হতে পারে।

বয়স বাড়লে চুল পাকবে—এটিই স্বাভাবিক, প্রকৃতির নিয়ম। কিন্তু অল্প বয়সে চুলে পাক ধরলে সেটা আসলেই বিরক্তির বিষয়। 

চুল পাকার বিষয়টি কিছুটা বংশগত। তবে পুরোটা নয়। অত্যধিক কাজের চাপ, মানসিক উদ্বেগ, চিন্তা, অতিরিক্ত খাবার খাওয়া ইত্যাদি কারণে কম বয়সে চুল পেকে যায়। 

কম বয়সে কেন চুল পেকে যাচ্ছে, সেই কারণ খুঁজতে না বসে বরং সমাধানের পথ খুঁজুন। এই সমস্যা থেকে বাঁচতে ভরসা রাখতে পারেন একটি জাদুকরি পানীয়তে। এই পানীয় চুলের রঙ তো ফেরাবেই। সেসঙ্গে যত্ন নেবে চুলের। কী সেই পানীয়? কী ভাবেই বা বানাবেন? চলুন জানা যাক- 

এই পানীয় তৈরি করতে যেসব উপকরণ লাগবে:

তিসির বীজ- ১ কাপ
পাতিলেবু- ৫টি
রসুন- ৫ কোয়া
মধু- ১ কাপ

প্রণালি:

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি একটি কাচের বোতলে ভরে রাখুন। রোজ দু’বেলা খাওয়ার ঘণ্টাখানেক আগে এক চামচ করে এই পানীয় খান। নিয়মিত খেলে সুফল পাবেন। এই পানীয় খেলে চুলে সহজে পাক ধরতে পারবে না।