চুলকানি থেকে শুরু ত্বকের যত্নে উপকারি একটি উপাদান নিমপাতা। যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারাও ভরসা রাখতে পারেন এই পাতায়।
জেল্লা ফেরাতে নিমের প্যাক
মুঠো ভর্তি নিমপাতা নিন। এবার ভালো করে বেটে নিন বা ব্লেন্ড করে নিন। এতে সামান্য লেবুর রস মেশান। চাইলে অল্প গোলাপ জল মেশাতে পারে। নিমের এই পেস্ট সামান্য গাঢ় হলেও মুখে লাগিয়ে নিন। চাইলে মুখের পাশাপাশি ঘাড়ে, বগলে আর কনুইতেও লাগিয়ে নিতে পারেন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতেই মিলবে জেল্লা।
নিম ও অ্যালোভেরা প্যাক
ত্বকের যত্নের জন্য খুবই উপকারি একটি উপাদান অ্যালোভেরা। আর নিম ও অ্যালোভেরা যখন জুটি বাঁধে তখন উজ্জ্বলতা বাড়ে অনেকখানি। ত্বক থেকে দাগছোপ দূর করতে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার এই গুঁড়ার সঙ্গে মেশান অ্যালোভেরা জেল। মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর মুখ ধুয়ে সামান্য লেবু আর মধু মিশিয়ে মুখে মাখুন। পরে ভালো করে ধুয়ে নিন। কয়েকদিন ব্যবহারেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।
ত্বকের যত্নে নিমের উপকারিতা
গরমে আর বর্ষায় ত্বকে চুলকানি বড় সমস্যা। এই সমস্যা দূর করতে নিম খুবই উপকারি। এছাড়াও ব্ল্যাকহেডস ও দাগছোপের সমস্যা দূর করতেও নিম পাতা দারুণ কাজ করে।