আলু দিয়ে মুখের ব্ল্যাকহেডস দূর করবেন যেভাবে
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ | অনলাইন সংস্করণ
মুখের সৌন্দর্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো এই ব্ল্যাকহেডস। আমাদের অনেকেরই নাকে ও মুখে ব্ল্যাকহেডস ওঠে। নারী-পুরুষ সবার জন্যই অনেক বিরক্তিকর একটি বিষয় এটি। এই সমস্যা দূর করতে অনেক খরচও করে ফেলেন অনেকে। কিন্তু রান্নাঘরে থাকা উপাদান আলু দিয়েই এই ব্ল্যাকহেডস দূর করা যায় সহজে।
আলুতে প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান রয়েছে যা ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং পরিষ্কার রাখতে সহায়তা করে। ত্বকের যত্নে আলু অত্যন্ত কার্যকরী একটি উপাদান।
এ জন্য যা যা লাগবে তা হচ্ছে একটি মাঝারি মাপের আলু, ১ চামচ আপেল সিডার ভিনেগার ও পর্যাপ্ত পরিমাণ পানি।
ফেসপ্যাক তৈরি ও ব্যবহার : আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। আলুর টুকরোগুলো আপেল সিডার ভিনেগারের সঙ্গে মিশিয়ে ভালো করে বে্লন্ড করুন বা মিহি করে বেটে নিন। মিশ্রণটি সামান্য পানি দিয়ে পাতলা করে নিন।
এবার এই মিশ্রণটি একটি আইস ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। বরফ হয়ে যাওয়া আলু আর আপেল সিডার ভিনেগারের মিশ্রণের টুুকরো নিয়ে ত্বকে (বিশেষ করে ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে) ম্যাসাজ করুন।
দিনে ২-৩বার এই পদ্ধতিতে মিশ্রণটি দিয়ে ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মালিশ করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।