আজকাল ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক সাজানোর নতুন এক ট্রেন্ড হয়ে উঠেছে কোরিয়ান বিউটি বা 'কে-বিউটি'। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে ড্রেসিং টেবিল পর্যন্ত কোরিয়ান পপ কালচার এখন ঘরে ঘরে। এ যেন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী এক তীব্র ট্রেন্ড। বিশেষ করে জেন জি ও জেন আলফা প্রজন্মের মধ্যে কে-বিউটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
কে-বিউটি রুটিনের মধ্যে ক্লিনজিং, এক্সফোলিয়েটিং, ফেসপ্যাক, টোনিং, সিরাম, শিট মাস্ক, আই ক্রিম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এবং পারফিউমের মতো প্রায় ১০টি ধাপ অন্তর্ভুক্ত থাকে। নাইট স্কিন কেয়ার রুটিনে এগুলো ছাড়াও থাকে নাইট ক্রিম, স্লিপিং মাস্ক এবং আরও অনেক কিছু। একে একে এসব ধাপ ফলো করতে গেলে সময়ের যথেষ্ট প্রয়োজন হয়। তবে, যখন সময় কম থাকে, তখন কোরিয়ান ফেসপ্যাকগুলোর মাধ্যমে ত্বককে ঝকঝকে ও কোমল রাখা সম্ভব।
কেরিয়ানা ফেসপ্যাকের জনপ্রিয়তার পেছনে কিছুটা কোরিয়ান ড্রামার অবদান রয়েছে, কারণ তাদের নায়ক-নায়িকাদের ত্বক হয়ে ওঠে আকর্ষণের মূল বিষয়। তাছাড়া, কোরিয়ান স্কিন কেয়ারে ব্যবহৃত প্রাকৃতিক উপাদান যেমন গ্রিন টি, জিনসেং, রাইস ওয়াটার, স্নেল মিউসিন ইত্যাদি ত্বকের নানা সমস্যায় কার্যকরী।
তবে, সব ধাপ অনুসরণ করতে সময় ব্যয় হয়, তাই খরচ কমাতে ও কার্যকারিতা বাড়াতে বাড়িতেই তৈরি করা যায় কোরিয়ান ফেসপ্যাক।
ভাতের ফেসপ্যাক: দক্ষিণ কোরিয়ার স্কিন কেয়ার প্রোডাক্টে ভাত, চাল ভেজানো পানি, এমনকি ভাতের ফ্যানও ব্যবহৃত হয়। ভাত ত্বককে কোমল ও উজ্জ্বল রাখতে সহায়তা করে। একটি চামচ সেদ্ধ ভাতের সঙ্গে দুধ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ১০-১৫ মিনিট ত্বকে লাগিয়ে মালিশ করে মুখ ধুয়ে ফেলুন। এটি ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। রোজ ব্যবহার করলে ত্বক নরম ও তুলতুলে হয়ে উঠবে।
গ্রিন টিয়ের ফেসপ্যাক: গ্রিন টি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তবে এটি মুখে ব্যবহার করার আগে বিশেষভাবে প্রস্তুত করতে হয়। গ্রিন টির ব্যাগ গরম পানিতে ডুবিয়ে রেখে সেই পানি ব্যবহার করে একটি টোনার বা ফেসপ্যাক তৈরি করুন। মুখ পরিষ্কারের পর এই গ্রিন টিয়ের টোনার মুখে স্প্রে করুন বা তুলোর বল দিয়ে মাখিয়ে নিন। ২০ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক থাকবে ব্রণ ও দাগমুক্ত।
কে-বিউটি নিয়ে যে উন্মাদনা চলছে, তা কার্যকরী ও প্রাকৃতিক উপাদানে ভরপুর। এসব সহজলভ্য উপাদান দিয়ে ঘরেই তৈরি করা যায় উপকারী ফেসপ্যাক, যা ত্বককে সুরক্ষা প্রদান করবে।