দাম্পত্য জীবনে পা রাখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। সন্ধ্যা ৭ টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে বিয়ের একটি ছবিসহ তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো'আ একান্ত কাম্য।’
এ খবর ছড়িয়ে পড়ার পর তাকে নতুন দাম্পত্য জীবনের জন্য অভিনন্দন জানান বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাফিকে অভিনন্দন জানান বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যান্য সমন্বয়রাও।
ফেসবুক পোস্টে তিনি স্ত্রীকে ট্যাগ করেন। জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি মিতু। তিনি বরিশালের বাসিন্দা।
তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় উঠে আসা অন্যতম একটি নাম খান তালাত মাহমুদ রাফি। আন্দোলনের সময় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেয়া রাফি তার তেজী কন্ঠস্বরের স্লোগানের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন বহু মানুষের হৃদয়ে।