ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বইমেলায় আপাতত বন্ধই থাকছে সব্যসাচীর স্টল 

বইমেলায় আপাতত বন্ধই থাকছে সব্যসাচীর স্টল 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে গতকাল সোমবার সন্ধ্যায় হওয়া অনাকাঙ্খিত ঘটনার জেরে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সে পর্যন্ত বন্ধ থাকবে আলোচিত ‘সব্যসাচী প্রকাশনী’র স্টল।

মঙ্গলবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

একুশে বইমেলার দশম দিন গতকাল সন্ধ্যায় সব্যসাচীর স্টলে নির্বাসিত বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের একটি বইয়ের ব্যাপারে আপত্তি জানিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠে একদল ‘বিক্ষুব্ধ’মানুষ। প্রতিবাদের মুখে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তের ১২৮ নম্বর স্টলটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, সব্যসাচী প্রকাশনী তসলিমা নাসরিনের গল্পগ্রন্থ ‘চুম্বন’প্রকাশ করেছে। বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের সময় স্টলটিতে ছিলেন লেখক শতাব্দী ভব। তসলিমা নাসরিনের বই বিক্রি সংক্রান্ত প্রশ্নকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডা হয় তাঁর। এ সময় তিনি জয় বাংলা স্লোগান দিলে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এক পর্যায়ে এই লেখক হাতজোড় করেন এবং পুলিশ তাঁকে নিয়ে চলে যায়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি।

মবের মুখে স্টলটি পুলিশ সাময়িকভাবে বন্ধ করে দেয় বলে গতকাল স্বীকার করেন বইমেলা টাস্ক ফোর্সের আহ্বায়ক ড. সেলিম রেজা।

এর আগে সব্যসাচীর স্টলের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিল কেউ কেউ। এর প্রেক্ষিতে সোমবার বিকেলেই তসলিমা নাসরিনের সব বই স্টল থেকে সরিয়ে নেন সব্যসাচীর প্রকাশক মেহরান সানজানা।

বইমেলায় স্টলের সামনের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। এ নিয়ে বাংলা একাডেমির সাথে কথা হয়েছে। বিষয়টি তাদের দ্রুত জানাতে বলা হয়েছে। এখনও আমরা পুরোর বিষয়টি জানি না। আমরা মনে করি, বইমেলা পবিত্র জায়গা এবং এর পবিত্রতা আমরা রাখতে চাই।’ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।

মাহফুজ ফেসবুকে লেখেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না, আইন নিজের হাতে তুলে নেওয়া।’

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, ‘কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।’

তিনি আরও লেখেন, ‘তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

সব্যসাচীর স্টল,বই মেলা,তসলিমা নাসরিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত