ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলামের ‘নির্যাস’

একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলামের ‘নির্যাস’

এবারের একুশে বই মেলায় এসেছে শেরপুরের অধিবাসী, কবিসংঘ বাংলাদেশের সভাপতি রফিকুল ইসলাম আধারের দুটি কাব্যগ্রন্থ— ‘নির্যাস’ ও ‘ছড়ায় ছন্দে রংধনু’। নির্যাস তার প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশ করেছে দ্বিপ্রান্তিক প্রকাশনী। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ছড়ায় ছন্দে রংধনু’ প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। দুটি গ্রন্থের প্রচ্ছদ করেছেন কারুধারা ডিজাইন। বই দুটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় দ্বিপ্রান্তিক ও নবসাহিত্য প্রকাশনীর ৭৪৩ ও ৭৪৪ নম্বর স্টলে।

প্রেম, বিরহ ও দ্রোহের কাব্যকবি রফিকুল ইসলাম আধার তার প্রথম কাব্যগ্রন্থ ‘নির্যাস’ উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত পিতা শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টার এবং প্রয়াত শিক্ষাগুরু রেজাউল করিম তালুকদারের প্রতি। এর মুখবন্ধ লিখেছেন কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি-কলামিস্ট তালাত মাহমুদ এবং কবি পরিচিতি লিখেছেন সাহিত্যলোক-এর সম্পাদক কবি আরিফ হাসান।

‘নির্যাস’ কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে ৬২টি কবিতা। এর মধ্যে ৯০-এর দশকে লেখা ২০টি কবিতাও অন্তর্ভুক্ত রয়েছে, যা সময়ের আবহকে ফুটিয়ে তুলেছে। সমকালীন ও সাম্প্রতিক বিষয়াবলী এই কাব্যের অন্যতম উপজীব্য।

১০ ফেব্রুয়ারি প্রকাশিত নিজের প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি রফিকুল ইসলাম আধার বলেন, "প্রেম-বিরহ, চেতনা ও দ্রোহের সংমিশ্রণই ‘নির্যাস’। অন্যদিকে, ফুল, পাখি ও প্রকৃতির ছন্দের প্রতিচ্ছবি ‘ছড়ায় ছন্দে রংধনু’। আমি আশা করি, কবিতা ও ছড়া প্রেমীদের কাছে দুটি বইই সমাদৃত হবে।"

‘নির্যাস’-এর মুখবন্ধে কবি তালাত মাহমুদ লিখেছেন, "৯০-এর দশকের চারণকবি রফিকুল ইসলাম আধার প্রেম, বিরহ ও বোধের কবি হিসেবে পরিচিত হলেও ধীরে ধীরে নিজেকে আরও সুসংগঠিত করে তুলেছেন। ‘নির্যাস’ প্রেম-বিরহ ও দ্রোহ-চেতনার মিশ্রণে গঠিত একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। সংবেদনশীল পাঠকেরাও এক নিঃশ্বাসে গ্রন্থটি পড়ে ফেলবেন। কবিতার ভাষা সহজ, সাবলীল ও প্রাঞ্জল, যা পাঠকের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলবে।"

প্রকৃতির ছন্দময় ছড়াকবি রফিকুল ইসলাম আধার তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ছড়ায় ছন্দে রংধনু’ উৎসর্গ করেছেন তার মাতা মোছা. রোকেয়া বেগমের প্রতি। এর মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি এবং কবি পরিচিতি লিখেছেন কবি ও ছড়াকার আইয়ুব আকন্দ বিদ্যুৎ।

এই গ্রন্থে ৭০টি ছড়া ও ছড়াজাতীয় কবিতা সংকলিত হয়েছে। কবি নুরুল ইসলাম মনি গ্রন্থটি সম্পর্কে লিখেছেন, "আধুনিক ছড়া সাহিত্যে এটি একটি ব্যতিক্রমী সংযোজন। এতে সামাজিক সচেতনতা, প্রেম ও প্রকৃতির উপস্থাপন ঘটেছে। কবিতাগুলো সহজবোধ্য, চিত্তাকর্ষক ও সুখপাঠ্য। কবির চিন্তা, অভিজ্ঞতা ও কল্পনার মিশেলে এক অনুপম কাব্যজগতের সৃষ্টি হয়েছে।"

‘নির্যাস’,কবি,রফিকুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত