ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজুল অপুর কাব্যগ্রন্থ 'রাজকুমারী'

সিরাজুল অপুর কাব্যগ্রন্থ 'রাজকুমারী'

সম্প্রতি তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখক সিরাজুল অপুর একক কাব্যগ্রন্থ 'রাজকুমারী'-এর দ্বিতীয় মুদ্রণ নিয়ে রাজধানীর মিরপুরের দ্যা ইস্ট ইটেরিতে হয়ে গেল জম্পেশ এক আয়োজন- "সিরাজুল অপু'র রাজকুমারীর সাথে চায়ের আড্ডা"।

কল্পনার রাজকুমারীকে বিভিন্ন আঙ্গিকে প্রেম, বিরহ, রোমান্স আর মায়ায় বেধেছে প্রতিটি কবিতায়। সকল কবিতা প্রেমী পাঠকদের উক্ত বইটি সংগ্রহ করতে ও পড়ে এর রিভিউ দিতে আহবান জানিয়েছেন লেখক সিরাজুল অপু।

কাব্যগ্রন্থ: রাজকুমারী

লেখক: সিরাজুল অপু

প্রচ্ছদ : ফারহানা রুমিন

প্রকাশনায়: কণ্ঠস্বর প্রকাশনী

বইটি সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন কবির সাথে কিংবা প্রকাশকের সাথে।

যোগাযোগের নম্বর: ০১৭১২৮১৯২৭১ (প্রকাশক), ০১৭৩০৪৩০৭৮২ (লেখক)

এছাড়াও বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলা ২০২৫-এ কণ্ঠস্বর প্রকাশনীর ৫০৪ নম্বর স্টলে।

সিরাজুল অপু,রাজকুমারী,বইমেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত