ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বইমেলায় ইনতিশা তাবাসসুমের কবিতার বই ‘নির্বিশঙ্ক’

বইমেলায় ইনতিশা তাবাসসুমের কবিতার বই ‘নির্বিশঙ্ক’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ইনতিশা তাবাসসুমের প্রথম কবিতার বই ‘নির্বিশঙ্ক’। বইটিতে সমাজের অসঙ্গতি, বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, প্রেমের কোমল অনুভূতি এবং বেদনার করুণ রূপ চিত্রিত হয়েছে। তাঁর কবিতাগুলো শুধুমাত্র শব্দের বিন্যাস নয়, বরং হৃদয়ের গভীর অনুভূতি ও বাস্তবতার প্রতিবিম্ব।

‘নির্বিশঙ্ক’ পাওয়া যাচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর প্যাভিলিয়ন ১৯-এ। বইটির মূল্য ২৫০ টাকা, তবে ২৫% ছাড়ে সংগ্রহ করা যাবে।

ইনতিশা তাবাসসুম একাধারে আইনজীবী, কবি ও সংবেদনশীল মনের অধিকারী। তাঁর পৈত্রিক নিবাস পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং বর্তমানে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাত্র আট বছর বয়সে লেখালেখির জগতে প্রবেশ করেন ইনতিশা। পঞ্চম শ্রেণিতে থাকাকালীন তাঁর লেখা ‘মা’ কবিতাটি প্রথমবারের মতো জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এরপর দৈনিক যায়যায়দিন, সমকাল, ডেসটিনি ও আলোকিত বাংলাদেশ-সহ দেশের প্রথম সারির পত্রিকাগুলোতে তাঁর লেখা একাধিকবার স্থান পেয়েছে। এতদিন তাঁর কবিতার বিচরণ ছিল কেবল পত্রিকার পৃষ্ঠায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বইমেলায় প্রকাশিত ‘নির্বিশঙ্ক’ বইটির মাধ্যমে তিনি পাঠকদের আরও কাছাকাছি পৌঁছাতে চান।

‘নির্বিশঙ্ক’,বইমেলা,ইনতিশা তাবাসসুম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত