ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির স্টোর ইনচার্জ হাজী মো. রহমত উল্যা খান আর নেই।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
রহমত উল্যার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলোকিত বাংলাদেশ পত্রিকার হেড অব সার্কুলশেন চঞ্চল খান, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সহসভাপতি এ বি এম বেলাল হোসেন খান। তারা রহমত উল্যার রুহের মাগফিরাত কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।