ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা ও গোডাউন ইনচার্জ মো. রহমত উল্যা খান গত ১৫ আগস্ট মারা গেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির হলরুমে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত মিলাদ মাহফিলে সমিতির চেয়ারম্যান আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার হেড অব সার্কুলেশন হামিদুর রশিদ খান চঞ্চল। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জাতীয় পত্রিকার সার্কুলেশন ম্যানেজার ও সার্কুলেশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মিলাদ মাহফিলে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।