বিআরআরএফের সভাপতি এন রায় রাজা, সম্পাদক আরেফিন মাসুদ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলবিটে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরামের (বিআরআরএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার এন রায় রাজা এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আরেফিন মাসুদ। এ কমিটি দুই বছরের জন্য কার্যকর থাকবে।

এর আগে বেশ কয়েক দফা বৈঠকের পরে বিগত ৩ মার্চ দুপুরে রেলভবনে অনুষ্ঠিত বিআরআরএফের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সার্চ কমিটি বিআরআরএফের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

গত ১৩ মার্চ রেলভবনে পুনরায় অনুষ্ঠিত কমিটির বৈঠকে সর্ব সম্মতিক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়। বিআরআরএফের গঠনতন্ত্র অনুসারে এ কমিটি দুই বছর মেয়াদে কাজ করবে।

কমিটির সভাপতি এন রায় রাজা (সিনিয়র রিপোর্টার, ভোরের কাগজ), সহসভাপতি মশিউর রহমান (আনন্দ বাজার), সহসভাপতি জুলফিকার আলী (দৈনিক বাংলাদেশের আলো), সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ (বিটিভি), যুগ্ম সম্পাদক রাজন ভট্টাচার্য (কালবেলা), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা), অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন (বাসস), দপ্তর সম্পাদক গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন নাজমুস সালেহীন (সময় টিভি)।

এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন পিনাকি দাসগুপ্ত (দৈনিক ইত্তেফাক), কিশোর কুমার সরকার (হিন্দুস্থান সমাচার ), আসাদুজ্জামান সম্রাট (আমাদের নতুন সময়) ও আসাদুজ্জামান বিকু (দৈনিক পূর্বাঞ্চল)।

নির্বাহী সদস্য হয়েছেন রেজাউর রহিম (দৈনিক বর্তমান), মাসউদুর হক (ইউএনবি), মনির মিল্লাত (৭১ টিভি), রুহুল আমিন (ভোরের কাগজ), রতন বালো (দৈনিক আমার বার্তা), এখলাস হোসেন (ইনকিলাব), আমিনুল হক ভূইয়া (দৈনিক গণমুক্তি), নুরুন নবী (ইটিভি), আখতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), জয় কুমার যাদব (দেশ টিভি), শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট), আসাদ আল মাহমুদ (রাইজিং বিডি), জিহাদুর রহমান জিহাদ (বিটিভি), জিয়াউল হক সবুজ (বাংলাভিশন), কাওসার আজম (নয়াদিগন্ত), মোবারক হোসেন (বিডি নিউজ), রফিকুল ইসলাম পিন্টু (এশিয়ান এইজ), আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), হাসনাত নাঈম (ঢাকা পোস্ট), নাহিদ সাব্বির (জাগো নিউজ) ও আব্দুর রাজ্জাক রাজ (দৈনিক বর্তমান কথা)।